বন্দরে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশ কর্তৃক উদ্বারকৃত ২৫কেজি দেশীয় চোলাই মদ ধ্বংস করা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। বুধবার সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে এ অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
জানাগেছে,গত ২৭ জানুয়ারী কলাগাছিয়া বাজারের অদূরে মোহনা নদীতে নৌ-ফাঁড়ী পুলিশ নদীতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার ফেলে মাদক বহনকারীরা পালাতে সক্ষম হয়। পরে নৌ-ফাড়ী পুলিশ হতে ৫০ বোতল চুলাই মদ কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ উদ্ধার করেন। পরে নৌ-ফাঁড়ী পরিদর্শক এসআই রমজান বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী এ অবৈধ ৫০ বোতল তথা ২ কেজি চোলাই মদ আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এ সময় বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী ছাড়াও নৌ-ফাঁড়ি পরিদর্শক ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।