২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু আমতলীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরাদ ফকির ও... ছাএদল নেতার ধর্ষণের হুমকিতে, মুখ খুললেন ভুক্তভোগী... জয়পুরহাটে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনায় এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাচ পরানো হলো

 সোহরাব বরগুনা প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

বরগুনায় এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাচ পরানো হয়েছে।

বরগুনা জেলা পুলিশের উদ্যোগে আজ ০৭ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসআই (নিঃ) জনাব মোঃ মাহফুজ হোসেন-কে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি প্রদান উপলক্ষে র‌্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল। তিনি নিজে র‌্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে তার কর্মজীবনে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার যোগ্যতা, নিষ্ঠা, ও কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাকে ভবিষ্যতে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে এই পদোন্নতির মাধ্যমে আরও গুণগত সেবা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে