মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম—সেবা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২৩ মে ২০২৪ ইং রাত্র সাড়ে আটটায় আমতলী থানার, আমতলী সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকা হইতে জনৈক বেলাল হোসেন হাং (২৮) পিতা আতাহার আলী হাওলাদার গ্রাম, চাওরা চন্দ্র ০৬নং ওয়ার্ড চাওড়া ইউপি থানা আমতলী জেলা বরগুনাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি বশির আলম এর নেতৃত্বে এসআই দাউদুল আলম, এএসআই রুবেল সঙ্গী ফোর্থসহ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ বশির আলম বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।