১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ মতলবে বিরাট গরু ছাগলের হাটের শুভ উদ্বোধন

বরগুনায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

 সোহরাব,বরগুনা প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

বরগুনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে এবং তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবা গ্রহীতা ও এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের ফিজিওথেরাপি সেবা দিয়ে আসছেন। তার চিকিৎসা গ্রহণ করে বহু রোগী সুস্থতা ফিরে পেয়েছেন। তিনি রোগীদের প্রতি সদাচরণ, সময়মতো সেবা প্রদান এবং হাতে-কলমে ব্যায়াম শেখানোর মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন।

 

তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রীর বিরুদ্ধে অসাদাচরণের অভিযোগে কর্তৃপক্ষ তাকে বদলি করলেও, পরবর্তীতে ওই কর্মকর্তা প্রতিশোধমূলকভাবে ডা. রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ সংগঠিত করেছেন।

 

বক্তারা বলেন, এই ষড়যন্ত্রমূলক অভিযোগের মাধ্যমে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তাই এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ডা. রফিকুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে আওয়াজ তোলেন।

 

মানববন্ধনে রোগী, তাদের স্বজন ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা ডা. রফিকুল ইসলামের দ্রুত পুনর্বহাল এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে