বরগুনায় ২২ থেকে ২৮ মে পর্যন্ত ৭ দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ’এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসের সামনে এসে শেষ হয় ।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুষ চন্দ্র দে এর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ প্রশাসন) এস এম তারেক , উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা মোঃ জালাল আহমেদ , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব ফয়সাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা সহ সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।