বরগুনায় আবদুল মজিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে জিপিএ ৫ প্রাপ্ত ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
শুক্রবার সকাল দশটায় বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মজিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট মোবারক আলী জোমাদ্দার। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব বিশিষ্ট শিক্ষক রফিক উদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষক বাবু শরৎ চন্দ্র, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, ডা. মনিজা জলি, এবিএম গোলাম হায়দার নিলু, মো. হারুন অর রশিদ, সাজ্জাদ হোসেন নয়ন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম টিটু।