২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু আমতলীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরাদ ফকির ও... ছাএদল নেতার ধর্ষণের হুমকিতে, মুখ খুললেন ভুক্তভোগী... জয়পুরহাটে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনায় ১১ দোকান আগুনে পুড়ে ছাই

 বরগুনা প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

বরগুনার আমতলীতে আগুনে একটি বসতঘরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টায় আড়পাংগাশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এর পরে আমতলী ও তালতলীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ১১টি দোকান ও পাশের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত চলছে।

এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, আরপাঙ্গাশিয়া বাজারে একটি চায়ের দোকানে থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্হানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে