অনলাইন ডেস্কঃ
বরগুনার নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান মহারাজকে বরিশালস্থ বরগুনা জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার রাত ৯ টায় বাংলাবাজার এলাকায় পপুলার ডায়াগনেস্টিক সেন্টারের দশম তলার সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়াজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
জেলা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী হারুন অর রশিদের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিএম কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার, বিশ্ববিদ্যালয়ের ভূত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. আবু জাফর মিয়া, রাষ্টবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মাসুম সিকদার, সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ ফয়সাল, সেকশন অফিসার হাসিব মিয়া এবং চিকিৎসক আমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নেতারা। অনুষ্ঠানে আগামী ১৯ মার্চ বরিশালস্থ বরগুনা জেলা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। নিসর্গ পার্কে এই বনভোজন হবে। -বিজ্ঞপ্তি