২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু আমতলীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরাদ ফকির ও... ছাএদল নেতার ধর্ষণের হুমকিতে, মুখ খুললেন ভুক্তভোগী... জয়পুরহাটে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনার পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৩০ আটক-৯

 সোহরাব,বরগুনা সংবাদদাতাঃ সমকালনিউজ২৪

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটায় দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতরা প্রত্যেকেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। এ ঘটনায় নয় জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী ও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে এদের মধ্যে চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন বলেন, আমার গণ জোয়ার দেখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা গোলাম কবির কাপ-পিরিচ মার্কার প্রার্থী নির্বাচন বানচাল করার জন্য কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর ছেলে রাজন আহম্মেদ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা গোলাম কবিরের পক্ষ নিয়ে আমার কাকচিড়া ইউনিয়নের নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। খবর পেয়ে কিছু কর্মী নিয়ে সেখানে গেলে আমাকে ও কর্মীদের কুপিয়ে জখম করে রাজন ও তার সহযোগীরা। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করে।

পাথরঘাটা থানার ওসি আল মামুন বলেন, এ ঘটনায় যাতে নির্বাচনের ওপর প্রভাব না পরে সে কারণে এই মারামারির সঙ্গে যারা জড়িত তাদের আটকের ব্যাপারে চেষ্টা চলছে। প্রার্থীরা অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন আগামী ৯ জুন ভোট গ্রহণের দিন ধার্য করেছে। এ ঘটনায় পাথরঘাটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা চিন্তিত সাধারণ ভোটাররা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে