স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করনের দাবীতে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশন বরগুনা জেলা শাখা।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশন বরগুনা জেলা শাখার সভাপতি মো. ইদ্রিসুল আলমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, আমতলী উপজেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরগুনা জেলা শাখার সম্পাদক মো, আব্দুস সালাম, বরগুনা ডিএন কলেজের অধ্যক্ষ শাহ নেওয়াজ সেলিম, ঘটবাড়িয়া কলেজের অধ্যক্ষ মো, নাসির উদ্দিন, আমতলী বকুলনেছা কলেজের প্রভাষক জেবুন্নেছা জেবু, ফেডারেশনের উপদেষ্টা মিজানুর রহমান মঞ্জু, সদর উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুল্লা বেলালী, আলহাজ¦ শামিম আহসান দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আঃ সাকুর, জেলা শাখার সাধারন সম্পাদক মো. মাহবুব আলম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বরগুনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবীর কিসলু প্রমুখ।
মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল,কলেজ এবং মাদ্রাসার প্রায় তিন শতাধীক শিক্ষক কর্মচারি অংশ নেন।
মানববন্ধন শেষে একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।