৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে চার আসনে ১১ জনের মনোনয়নপত্র বাতিল বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস... মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী... আজ মতলব মুক্ত দিবস, শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে... বরগুনায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার- ২

 বরগুনা প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

নাশকতার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে বরগুনা শহরে অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন:- জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্স।

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম ফারুক মোল্লা বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ সরকার সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্সকে গ্রেফতার করছে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, চলতি বছর পুলিশের করা একটি নাশকতার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামিকে রাতে পৌর শহর থেকে গ্রেফতার করা হয়েছে।  বিকেলে তাদের কারাগারে পাঠানো হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে