বরগুনা সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ-সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক মানিবুর রহমান মিয়া।
গত ২৯ জুন সরকারি কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ শাহ আলম ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল হক যুগ্ম-সাধারণ সম্পাদক, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পুনিল চন্দ্র কোষাধ্যক্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম ফজলুল হক ক্রীড়া সম্পাদক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবির ও ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম নির্বাহী সদস্য হিসেবে আগামি ১ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবদুস সালাম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খাঁন এবং সাবেক সম্পাদক জাহাঙ্গীর কবির এ নির্বাচন পরিচালনা এবং ফলাফল ঘোষণা করেন।