উচ্চ আদালতের আদেশে দলীয় দায়িত্বে ফিরেই আগের মতো সরকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। আজ সোমবার বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না। নির্বাচনী পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ সরকারকেই নিতে হবে। সরকার চাইলে জাপা প্রস্তাব দেবে।
জাপা থেকে বহিষ্কৃত সাবেক এমপি জিয়াউল হক মৃধার মামলায় গত ৩১ আগস্ট ঢাকার যুগ্ম জেলা জজ আদালত দলীয় দায়িত্ব পালনে জিএম কাদেরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। বিচারিক আদালত, উচ্চ আদালত ঘুরে গত রোববার তিনি হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা মুক্ত হয়েছেন।
বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, সংবিধানের কয়েকটি ধারার কারণে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে। বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শুধু জাপার নেতাকর্মী নয়, সাধারণ মানুষও খুশি হয়েছেন। এ মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাঁধা এসেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদের বিরোধী দলের প্রধান বলেছেন, বর্তমান সরকার দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকায় জানগণের আস্থা হারিয়েছে। বিএনপিও সাধারণ মানুষের পছন্দের দল নয়। মানুষ তৃতীয় শক্তির প্রত্যাশা করছে।
এর আগে গাজীপুর জেলা জাপার সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।