৬ই জুন, ২০২০ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চলতি মাসেই পোশাক শ্রমিক ছাঁটাই হবে : রুবানা হক বগুড়ায় সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হকে’র মৃ’ত্যু সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন মোহনপুর... ভারত সীমান্তে পারমাণবিক অ’স্ত্রের সমাবেশ চীনের! এমপি ফজলে করিমের ভাইয়ের মৃ’ত্যুতে তথ্যমন্ত্রীর শোক!

বাগমারায় অগ্নিকান্ডে বাড়ি ভষ্মিভূত,পুনর্বাসনের আশ্বাস এমপির

  সমকালনিউজ২৪

নাজিম হাসান,রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর বাগমারায় আগুনে শাসসুদ্দীনের বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর একডালা মহল্লায় এই ঘটনাটি ঘটে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। আগুনে শামসুদ্দীনের শয়নঘর, তিনটি ছাগল, হাস-মুরগী, আসবাবপত্র, কাপড়-চোপড়, একটি ডিসকভার মটরসাইকেল, বাই সাইকেল সহ ঘরে থাকা নগদ টাকা এবং ঘরের টিন পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঘুমন্ত অবস্থায় খড়ির ঘরে আগুন লাগে। সেখান থেকে মটর সাইকেলে লাগলে মূহুর্তের মধ্যে সেই আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পরে এবং কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা পুরা বাড়ি ছড়িয়ে পড়ে। এতে করে শামসুদ্দীনের সমস্ত বাড়ি-ঘর আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা তাৎক্ষনিক বালতি, শ্যালো মেশিনসহ বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে সমস্ত পুড়ে যায়। এতে করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এদিকে আগুন নেভাতে গেলে শামসুদ্দীনের পিঠে আগুনের একটি গুলটি পড়ে আহত হয়। বর্তমানে তিনি মেডিকলে চিকিৎসাধিন অবস্থায় আছেন। এছাড়াও দুটি গরুর গায়ে আগুন লেগে পুড়ে গেছে। গরু দুটির অবস্থাও আশঙ্কা জনক। বিষয়টি জানতে পেরে তৎক্ষনাত বাগমারা আসনের সংসদ সদস্য আগুনে পুড়ে যাওয়া শামসুদ্দীনের বাড়িতে একটি প্রতিনিধি দল পাঠান এবং আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও বুধবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অনিল কুমার সরকার ক্ষদিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং ব্যক্তিগত তহবিল হতে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। সেই সাথে প্রশাসনিক ভাবে তাদের অনুদান প্রদান করা হবে বলে জানান। অন্যদের মত নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। অন্যদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান বাগমারা থানা পুলিশের একটি টিম। এ ব্যাপারে বাগমারার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার ইব্রাহীম হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে তাদের যাবার আগে বাড়ির যাবতীয় মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।#

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
ওপরে