শেখ হাসিনার নির্দেশ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। এসময় ডেঙ্গু প্রতিরোধে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে অভিযান শুরু করা হয়। গতকাল মঙ্গলবার সকালে কলেজ চত্তরে পরিস্কার পরিচ্ছন্নতা ও ফগার মেশিন দিয়ে ডেঙ্গু বিস্তারকারী এডিস মশা ধ্বংস কার্যক্রম উদ্বোধন করা হয়। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ইউএনও জাকিউল ইসলাম নিজ হাতে ফগার মেশিন তুলে নিয়ে ওষধ স্প্রে করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় ইউএনও জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া যা সময় ধরে রাখতে হবে। এছাড়া এডিস মশা প্রতিরোধে যা যা করনীয় তা খুব সচেতন ভাবে চালিয়ে যেতে হবে। আমরা চব্বিশ ঘন্টা জনগনের পাশে আছি তাদের সেবা দেওয়ার জন্য। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখতে হবে এবং ডেঙ্গু সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী উদ্বোধন কালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন,কলেজের অধ্যক্ষ হাতেম আলী,উপাধ্যক্ষ আইয়ুব আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ।#
বাগমারায় ডেংঙ্গু প্রতিরোধে ইউএনও’র লিফলেট বিতরণ
