৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচনে নৌকার সমর্থনে সাবেক এমপি মনি’র... দুর্গাপুরের শ্রান্ত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়... চাঁদপুর সদর হাসপাতাল থেকে ৪ দালাল গ্রেফতার আক্কেলপুরে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বানারীপাড়ায় দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

 রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা দিনমজুর মো. ইউনুস বাদী হয়ে ধর্ষক রাব্বির (২২) বিরুদ্ধে ১৫ মে সোমবার রাতে বানারীপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

১৬ মে মঙ্গলবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

ভিকটিম ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ মে রোববার উপজেলার বাইশারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তরকুল গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের ছেলে মোঃ রাব্বি (২২) একই বাড়ির দশম শ্রেণীর ওই ছাত্রীর ঘরে কেউ না থাকার সুযোগে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক শারমিন জাহান তাকে পড়াতে আসলে তার উপস্থিতি টের পেয়ে রাব্বি তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

এদিকে রাব্বির বিরুদ্ধে এলাকার বিভিন্ন মেয়েদেরকে প্রেমের জালে জড়িয়ে সর্বনাশ করার অভিযোগ রয়েছে। তারা কেউ লোকলজ্জার ভয়ে প্র্রতিবাদ করতে পারেননি।

তবে সাহস করে হতদরিদ্র পরিবারের ওই ছাত্রী প্রতিবাদ করায় বিষয়টি নিয়ে এলাকা জুড়ে তোলপাড় চলছে। ভূক্তভোগী ও এলাকাবাসী লম্পট রাব্বির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অপরদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় স্বার্থানেষী একটি প্রভাবশালী মহল অপতৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে সরজমিনে তদন্ত করে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি রাব্বিকে গ্রেফতারের করার চেষ্টা চলছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরিশাল বিভাগের সর্বশেষ
বরিশাল বিভাগের আলোচিত
ওপরে