
পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার জুলাই সনদের আইনি ভিত্তিক প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিশাল জনসভা অনুষ্ঠিত করেছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫ ইং) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসাইন জিহাদী।
জনসভার প্রধান অতিথি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের অগ্রনায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
তিনি বলেন, “দেশে সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অংশগ্রহণমূলক ‘পিয়ার পদ্ধতি’ চালু করা জরুরি। দুর্নীতিবাজ ও খুনিদের বিচারের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
মাওলানা আলহাজ্ব মোঃ আব্দুল কাদের পীর সাহেব বাওয়ালকার কওমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক।
মাওলানা মোঃ আব্দুস শাকুর, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা।
জনসভায় বক্তারা বলেন, দেশবাসী আজ পরিবর্তনের প্রত্যাশায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি, ন্যায় ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ করছে।
এ সময় নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানান— ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে একটি নীতিনিষ্ঠ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার জন্য।
































