২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলা মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মতলবে বিক্ষোভ সমাবেশ বেতাগীতে অপহরণ মামলা ধামাচাপা দিতে মিথ্যা চাঁদাবাজির... আমতলীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা, নিহত -৩,অহত- ৪ একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

বৃক্ষ মেলায় হলুদ ড্রাগন ফল দর্শনার্থীদের নজর কেড়েছে

 কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ সমকাল নিউজ ২৪

চাঁদপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষ মেলায় এবার দর্শনার্থী বৃক্ষ প্রেমিক ও ফলজ ক্রেতাদের আকর্ষণ বেড়েছে সিকোটেক্স এ্যগ্রো লিমিটেড এর হলুদ ড্রাগন ফলসহ বিভিন্ন প্রজাতির ড্রাগন ফলের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে প্রদর্শিত ফলের রাজা হলুদ ড্রাগন ফল সহ বিভিন্ন প্রজাতির ড্রাগন ফল।

জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর এলাকায় প্রায় পাঁচ একর ভূমির উপর ২০১৯ সালের ১ জানুয়ারি এলাকার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এবিএম নাসির উদ্দিন সরকার নিজ অর্থায়নের সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে শুরু করেন পুষ্টিগুণ সম্পন্ন ড্রাগন ফল সহ বিভিন্ন প্রজাতির ড্রাগন ফলের চাষ। আলহাজ্ব এবিএম নাসির উদ্দিন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা হিসাবে জাতীয়ভাবে একাধিকবার পুরস্কার পেয়েছেন।

তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পুষ্টি উন্নয়ন প্রকল্পের লক্ষে ড্রাগন ফল সহ বিভিন্ন প্রজাতির পুষ্টি দায়ক ফলের চাষ করেছেন। এই ৫ একর ভূমিতে ড্রাগন ফলের বাগানে চাঁদপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ২০ / ২৫ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন।

এছাড়াও প্রতিদিন ১৫/ ২০ জন স্থানীয় শ্রমিক দৈনিক মজুরিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। জাতীয় পুষ্টি উন্নয়ন উন্নয়নের লক্ষ্যে ড্রাগন ফল চাষে একটি উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখে আসছে।

ওই বাগানের তত্ত্বাবধায়ক এবং ফলজ উৎপাদনকারী জানান , ড্রাগন ফলের চাষ সম্প্রসারণ এর লক্ষ্যে ড্রাগন ফলের চারা সুলভ মূল্যে পাইকারি ও খুচরা সরবরাহ করছেন সিকোটেক্স এগ্রো লিমিটেড সাদুল্লাপুর মতলব উত্তর, চাঁদপুর।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে