চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণিল আয়োজনে নতুন বই বিতরণ ২০২৫ উৎসব পালিত হয়েছে।
১ জানুয়ারি ২০২৫ বুধবার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই বিতরণ উৎসব পালিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুরের ৪১ নং চর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিশু শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মেঃ কাশেম প্রধানিয়া, সুমি বেগম, দাতা সদস্য মোঃ ইয়াকুব প্রধান ও বিদ্যালযের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র ঘোষ।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লিটন কুমার রায়, মোঃ শরফুদ্দিন মৃধা, আয়েশা বেগম , নিলুফা বেগম, মাহমুদা বেগম সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।