বাংলাদেশকে বদলায়, বিশ্বকে বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তারুণ্যের উৎসবে দিনব্যাপী পিঠামেলার উৎসব উদযাপন হয়েছে।
মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে পিঠামেলার উদ্বোধন করেন জেলার মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী রাজনৈতিক ব্যক্তিত্ব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।
মেলার স্টলে জামাই পিঠা, বউ পিঠা, তেল পিঠা, কেক পিঠাসহ নানা রকম বাহারি নামের পিঠা স্থান পায়।