২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলা মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মতলবে বিক্ষোভ সমাবেশ বেতাগীতে অপহরণ মামলা ধামাচাপা দিতে মিথ্যা চাঁদাবাজির... আমতলীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা, নিহত -৩,অহত- ৪ একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

মতলব পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন লিটন গ্রেফতার

  সমকাল নিউজ ২৪

কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ

অপারেশন ডেভিড হান্টের অভিযানে আত্মগোপনে থাকা চাঁদপুরের মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন (৫৪) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার ১০মে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বসুন্ধরায় অবস্থিত তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করে।

গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে ঢাকায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। পৌর আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা ও পরিবারের একজন সদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মতলব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান আওলাদ হোসেন লিটনের গ্রেফতারের সত্যতার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত মেয়র আওলাদ হোসেন লিটনের বাসায় ঢাকার গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায় এবং সেখান থেকে তাঁকে গ্রেফতার করে।

গত ৫ ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর মেয়র আওলাদ হোসেন আত্মগোপনে চলে যায়। গত ৮ ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মেয়র আওলাদ হোসেন লিটনকে আসামি করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) সালেহ আহমেদ বলেন, মতলব পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের গ্রেফতারের বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন। তবে সরকারিভাবে কোনো কাগজ পাননি। যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয় সেটি ঢাকায় করা মামলা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে