২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে... যুবলীগ কর্মী জুয়েলকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে... নরসিংদী কারাগার থেকে পালানো ১ জঙ্গি সহ গ্রেফতার ১৮৪ সিলেট বিভাগে ২৮টি মামলা, ২০ হাজার মানুষ আসামী বরগুনায় নাশকতার মামলায় ৪০ জন গ্রেফতার

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ

  সমকালনিউজ২৪

যখন যেখানে মানবিক সাহায্য দরকার।

তিনি অকাতরে ঢেলে দেন ভালবাসা।
তিনি সত্যিকারের একজন মানবসেবী। তিনি বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

কয়েকদিন আগে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বরগুনা র নিবেদিত কর্মী আলামিন ও বেলালের বাবা শাহ আলম মিস্ত্রীর ক্যান্সারজনিত সহায়তার জন্য, ফেসবুকে একটি খবর বরগুনায় আলোচিত হয়। স্যারের চোখে পড়া মাত্রই তিনি ডাক দেন সবুজ বরগুনার পরিচালক।

এরপর অত্যন্ত যত্নে শোনেন বেলাল ও আলামিনের গল্প। কথা বলেন তাদের সাথে। শোনেন তাদের পারিবারিক অবস্থা।
তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ৫০হাজার টাকার চেক তুলে দেন শাহ আলম মিস্ত্রীর চিকিৎসায়।
সাহায্য পাবার পর প্রাপ্তীর আনন্দে কেঁদে ফেলেন শাহ আলম মিস্ত্রী।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্যারের সাহায্য দানের এরকম গল্প, এটাই প্রথম নয়। তিনি প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিজ দায়িত্বে।

সবুজ বরগুনার পরিচালক জনাব আরিফ খান বলেন, ‘স্যারের এই ভালবাসা সবুজ বরগুনার সদস্যরা কোনদিন ভুলতে পারবে না।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে