মোটরসাইকেল আরোহীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে মাথায় হেলমেট ব্যবহার করে থাকে। হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চড়লে জরিমানার সম্মুখীন হতে হয় আরোহীকে। এবার মামলা থেকে ‘রেহাই পেতে’ ঢাকার রাস্তায় এক আরোহীকে প্লাস্টিকের বাটি মাথায় দেখা গেছে।
সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি পোস্ট করেছেন আনাম আবরার নামের এক তরুণ। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মাথায় যদি থাকে গামলা, দিতে পারবে না কোনো মামলা’।
আনাম আবরারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ওই ব্যক্তিকে চিনি না। আমার মনে হয়েছে তিনি মামলা থেকে বাঁচতেই প্লাস্টিকের বাটি মাথায় দিয়েছেন।