চাঁদপুরে মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের তৃতীয় বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে জেলা সাহিত্য একাডেমী মিলনায়তনে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নূরে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক ছিলেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবার অফিসার,অনুপ কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ডিআইজি কার্যালয ইন্সপেক্টর, কবে সেলিম মিয়া , দৈনিক চাঁদপুর ভারপ্রাপ্ত সম্পাদক, কে এম মাসুদ,শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পি এম বিল্লাল, রঙের চারুর অধ্যক্ষ, অজিত কুমার দত্ত, চর্যাপদ একাডেমির মহাপরিচালক, রফিকুজ্জামান রনি।দৈনিক প্রিয় চাঁদপুর প্রধান সম্পাদক, বিপ্লব সরকার, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, দিলীপ ঘোষ, আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আলমগীর পাটোয়ারী, আব্দুল খালেক বিশ্বাস, সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, প্রমুখ।
সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শতাধিক ড্রাগন ফল গাছ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । চিত্রাংকন প্রতিযোগী, কবিতা আবৃত্তি বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।