রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩৩ নং ওয়ার্ড যুবলীগের একটি অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে যুবলীগের অভিযোগ ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি অংশ অফিসটি দখলের উদ্দেশ্যে ভাঙচুর চালিয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে পাবলিক টয়লেট সংলগ্ন ওয়ার্ড যুবলীগের অফিসে এ হামলা চালানো হয়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মিস্টাইলে অফিসের সাইনবোর্ড, চেয়ার টেবিল, শোকেসসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় ১০-১৫ জনের একটা গ্রুপ অংশ নেয়।
মোহাম্মদপুরের এই ওয়ার্ডে কয়েক বছর ধরে যুবলীগের কোন কমিটি নেই। কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকই দলীয় কার্যক্রম পরিচালনা করেন। অফিস ভাঙচুরের বিষয়ে ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান রনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের কর্মী ইমন ও ছাত্রলীগের শহীদের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ অফিস দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিড়ে ফেলে।’
জানা গেছে, হামলাকারীরা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমানের অনুসারী। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, মোহাম্মদপুর নামারবাজার, ময়ুর ভিলা সংলগ্ন যুবলীগ অফিসসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের বিষয়গুলো নজরে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে।