১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার... বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর... ইসরায়েলে ধংসযজ্ঞের প্রতিবাদে চাঁদপুরে আহলে সুন্নাতুল... ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

রাজশাহীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

রাজশাহীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে গতকার সোমবার (৬ জানুয়ারি) সকালে শহীদ কামরুজ্জামান স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল। এবং ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলাটি খুলনা বিভাগ ও ঢাকা নর্থ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

এ সময় খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের সময় তিনি বলেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই শারীরিক শক্তির পাশাপাশি খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে। এছাড়াও খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ার দক্ষতা অর্জন করতে হবে। অন্যথায় দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে না। এক্ষেত্রে অনুশীলনের কোন বিকল্প নেই। তাই ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক ভ‚মিকা পালন করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান, বিসিবি’র অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের নির্বাচক নাদিফ চৌধুরী, বিসিবি’র অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সহকারী ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগের সর্বশেষ
ওপরে