১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার... বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর... ইসরায়েলে ধংসযজ্ঞের প্রতিবাদে চাঁদপুরে আহলে সুন্নাতুল... ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন

 নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নতুন পরিচালক হরেন্দ্র নাথ সিংকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১টার সময় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকল সম্প্রদায়ের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, হরেন্দ্র নাথ সিং ফ্যাসিবাদের দোসর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বিশ্বস্ত কর্মী এবং ওয়ার্কার্স পাটির অঙ্গ সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। জাতীয় আদিবাসী পরিষদ ভারতের বিচ্ছিন্নতাবাদী মাওবাদী সংগঠনের যোগসাজশে বাংলাদেশের আদিবাসীদের অধিকার আদায়ের নামে আন্দোলন সংগ্রাম করে জাতীয় তথা রাষ্ট্রীয় শান্তি ও সম্প্রীতি বিনষ্টের অপরাজনীতি করে চলেছে।

তারা বলেন, ২০১০ সালে দৈনিক ডেসটিনি পত্রিকায় ‘বাংলাদেশি আদিবাসী নেতাকে নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, রবীন্দ্রনাথ সরেন নামের এক আদিবাসী নেতার সঙ্গে সরাসরি না হলেও ঘুরপথে মাওবাদীদের যোগাযোগ রয়েছে। এই হরেন্দ্র নাথ সিং প্রয়াত রবীন্দ্রনাথ সরনের একান্ত কাছের মানুষ ছিলেন। এ জন্য তার সাথে মাওবাদীদের যোগসাজশ রয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন,ভারতের মাওবাদী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের গুপ্তচর হরেন্দ্র নাথ সিং যদি একাডেমির পরিচালকের পদে নিযুক্ত থাকেন তাহলে আদিবাসীদের মাঝে বিবাদ-বিভাজন বৃদ্ধি পাবে ও আদিবাসী বাঙ্গালীর সৌহার্দপূর্ণ সর্ম্পক নষ্ট হবে। এতে করে রাষ্ট্রের সুনামও ক্ষুণ্ন হবে। তাই তারা তাকে অপসারণের দাবি করেন। নইলে বৃহৎ কর্মসূচি দেয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বরজাহান আলী, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান আসাদ, আবিবাসী নেতা অনিক টুডু, জয়ন্ত বিশ্বাস, জুই মার্ডি, সুকুমার বিশ্বাস, মাইকেল, শাহাদুর টপ্প্য, গেবিন্দ ওঁরাও, নরেন হেমব্রম প্রমুখ।্উল্লখ্যে,হরেন্দ্র নাথ সিং গত ৫ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নতুন পরিচালক হিসেবে যোগ দান করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগের সর্বশেষ
ওপরে