১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার... বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর... ইসরায়েলে ধংসযজ্ঞের প্রতিবাদে চাঁদপুরে আহলে সুন্নাতুল... ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 নাজিম হাসান,রাজশাহী থেকেঃ সমকালনিউজ২৪

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রাজশাহী জেলা শাখার আয়োজনে এই উদযাপন কর্মসূচি পালন করা হয়। এ সময় নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে মহানগরীর লক্ষীপুর কার্যালয়ের সামনে থেকে রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি লক্ষীপুর মোড় হয়ে সিএনবি’র মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়। র‌্যালি শেষে সংগঠনের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব শেষে নগরী লক্ষীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। র‌্যালিতে নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মনিরুল হক, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল ইসলাম শিশু এবং আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমব্রম প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ। সবুজ আলী, ইউনুস আলী, আসমানী খাতুন আঁখি, লাকী, আফ্রিদি, শারমিন সুলতানা, আজমিরা আখতার, মিজানুর রহমান, আশরাফুজ্জান প্রমুখ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগের সর্বশেষ
ওপরে