নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী সীমান্তে ফেনসিডিলসহ ভারতের কুখ্যাত মাদক চোরাকারবারি সুনিল মন্ডলকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃত সুনিল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার বর্ডারপাড়া গ্রামের তুফানি মণ্ডলের ছেলে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে পবা উপজেলার মাজারদিড়ার এলাকার মধ্য চরের হাজির বাতান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে বিজিবি-১ এর মাজারদিয়াড় কম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান। তিনি জানান, গ্রেপ্তার সুনিল মন্ডলের বাড়ি ভারতের মুরশিদাবাদ জেলার রাণীনগর থানার বডারপাড়া গ্রামে। সুনিল দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তাকে ধরতে বেশ কিছুদিন থেকে বিজিবি কাজ করছে। সুবেদার রফিকুল ইসলাম বলেন, ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে মধ্য চরের সুনিল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক সুনিলকে গ্রেপ্তার করা হয়েছে। একিষয়ে বিজিবির ১ ব্যাটালিয়নের মেজর আসিফ জানান, আটক সুনিলকে রাজশাহীর দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সে থানায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে আলাদা দুটি মামলা দায়ের করা হবে।#
সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের আলোচিত