১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার... বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর... ইসরায়েলে ধংসযজ্ঞের প্রতিবাদে চাঁদপুরে আহলে সুন্নাতুল... ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

রাজশাহীর পদ্মার পানি ধীরে ধীরে বাড়তি দিকে যাচ্ছে

 নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

এক সময়ের খরস্রোতা পদ্মার প্রবেশদ্বার রাজশাহীর বাংলাদেশী ভূখন্ড পদ্মায় পানিআষাঢের শেষের দিকে প্রতিদিনই বাড়ছে।পদ্মা নদীর গতিপথ পরিবর্তন হয়ে পদ্মা চলে গেছে ফের ভারতীয় ভু-খন্ডের মধ্যে। বাংলাদেশের অংশে কিছু কিছু এলাকায় পায়ের গোড়ালি পানিতে পায়ে হেঁটেই নদী পার হয় চরাঞ্চলের মানুষরা।

সরজমিনে গিয়ে দেখা যায় পদ্মা বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে ১৯৭৫ সালে মরণফাঁদ ফারাক্কা বাঁধ গড়ে তোলা হয়। ভারতের গঙ্গা বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু অংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে। এক সময়ের খরস্রোতা এ পদ্মা রাজা রাজবল্লভের কীর্তি ধ্বংস করেছিল বলে এটি কীর্তিনাশা নদী নামেও ব্যপক পরিচিতি পেয়েছিল। কিন্তু সেসব কথা পদ্মা ও পদ্মা পাড়ের মানুষের কাছে শুধুই স্মৃতিকথা। পদ্মা এখন আর কারও কীর্তি ধ্বংস করার ক্ষমতা রাখে না। মরণ ফাঁদ ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বছরের অধিকাংশ সময় এখন পদ্মার বুকে থাকে না বিস্তৃত সেই জলধার।

গতকাল বুধবার (৫ জুলাই) রাজশাহীর পদ্মার পানির উচ্চতা পরিমাপ করা হয় ১১ দশমিক ১৬ মিটার। এর আগে মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় পানির পরিমাপ করা হয় ১১ দশমিক ১৫ মিটার। রাজশাহী পদ্মার পানির বিপদসীমার লেভেল হচ্ছে ১৮ দশমিক ০৫ মিটার।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, গত বছর রাজশাহীতে সর্বোচ্চ পানি উঠে ১৭ দশমিক ০৬ মিটার। কয়েকদিন ধরেই রাজশাহীতে পদ্মার পানি অল্প পরিমানে বাড়ছে। গতবছার পানি বাড়ার মাত্রা এবারের চাইতে বেশী ছিলো। বিপদসীমার উপর পানি উঠতে এখনো সময় লাগবে বলে জানান।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগের সর্বশেষ
ওপরে