নেত্রকোনার দুর্গাপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় গুলো রাত জেগে পাহারা দিচ্ছেন দুর্গাপুর উপজেলা বিএনপি‘র নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে পৌরশহরের দশভুজাবাড়ী, কালীবাড়ী মন্দির সহ বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর পাহাড়া দিচ্ছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হচ্ছে এমন খবরে উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীদের নিয়ে এ উদ্যোগ নিয়েছেন তিনি।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, দুর্গাপুর কলমাকান্দা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। যাতে দলীয় কোন নেতাকর্মীদের দ্বারা এলাকার কোনো মানুষ নির্যাতিত না হয়। কোনো ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও কোনো মন্দিরে যাতে কেউ অগ্নিসংযোগ করতে না পারে সেদিক লক্ষ্য রেখে সকলকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ করার আহবান জানান তিনি।
অপরদিকে গত দুই দিন ধরে দুর্গাপুর পৌরশহরের গুরুত্বপুর্ন এলাকা গুলোতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আনসার বাহিনীর সদস্যরা শহরে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে শহর পরিষ্কার পরিচ্ছন্নতায়ও ভুমিকা রাখছেন।
এ সময়, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, পৌর বিএনপি’র সদস্য সচিব হারেজ গনি, উপজেলা যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রিপন, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, যুবদলের যুগ্ম আহবায়ক কমল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।