১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার... বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর... ইসরায়েলে ধংসযজ্ঞের প্রতিবাদে চাঁদপুরে আহলে সুন্নাতুল... ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

শাবির উপচার্যের বাস ভবন ঘেরাও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

 আবুল কাশেম রুমন,সিলেটঃ সমকালনিউজ২৪

Warning: Uninitialized string offset 0 in /home/samakaln/public_html/wp-content/themes/samakalnews24/template-parts/content.php on line 38

শাবির উপচার্যের বাসভবন ঘেরাও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। খুজ নিয়ে জানা যায়, সোমবার (১৭ জানুয়ারী) বেলা সোয়া ৪টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের বাসভবন ঘেরাও করে। অন্য একটি গ্রুপ প্রধান ফটকে অবস্থান করছে এবং মিছিলের শ্লোগানে মুখরিত করে তুলেছে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল নিয়ে এসে বেলা আড়াইটার দিকে ভিসির কার্যালয়সহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় উপাচার্যের পদত্যাগের দাবিতে তাদের স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, যেহেতু আমাদের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে, তাহলে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসনিক কার্যক্রমও চলতে পারবে না। শিক্ষার্থীদের বের করে দিয়ে কোনো কার্যক্রম চলতে পারে না। তাই ভিসি ভবনসহ সব ভবনে আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। কেবল ভর্তি কার্যক্রম চলমান থাকায় রেজিস্ট্রার ভবনে তালা দেয়া হয়নি।

এ দিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে বহিরাগতরা নেতৃত্ব দিচ্ছে বলে এ দিন দুপুরে অভিযোগ করেছেন ভিসি ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বহিরাগতদের ইন্ধনে এখন আন্দোলন চলছে। রোববার রাত থেকেই ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করেছে বলে আমার কাছে তথ্য আছে।

তবে ভিসির এমন দাবি নাকচ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, ঘটনা ধামাচাপা দিতে মিথ্যাচার করছেন উপাচার্য। ক্যাম্পাসে পুলিশ ছাড়া বহিরাগত কেউ নেই।

নিজ বাসভবনে ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অনেক বহিরাগত ঢুকে পড়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। তাদের ইন্ধনে শান্তিপূর্ণ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
শিক্ষা বিভাগের সর্বশেষ
ওপরে