৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আহত চাঁদপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলের মির্জাপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি... পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১ কালাইয়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

শাহরাস্থিতে এবারও শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তার সম্মাননা পদক পেলেন মোঃ মনির হোসেন

 কাজী নজরুল ইসলাম চাঁদপুরঃ সমকালনিউজ২৪

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২০২৩ – ২০২৪ অর্থ বছরের সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী রাগৈ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন দ্বিতীয় বারের মতো এ বছরও শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

ভূমি সপ্তাহ ২০২৪, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার ১০ জুন বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী শ্রেষ্ট ভূমি উপ- সহকারী কর্মকর্তা মনির হোসেন কে সম্মানা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি শাহরাস্তি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত। এ সময় উপজেলায় কর্মরত কর্মকর্তা- কর্মচারী সহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

দ্বিতীয় বারের মতো সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী ওই ভূমি উপ সহকারী কর্মকর্তা সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে ও শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তার সম্মাননা পদক লাভ করেছেন।

ভূমি উপ সহকারী কর্মকর্তা মনির হোসেন বলেন, আমার এই অর্জনে সব সময় উৎসাহ, সহযোগিতা ও পরামর্শ যুগিয়েছেন মান্যবর সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত স্যার ও মাননীয় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) রেজওয়ানা চৌধুরী স্যার। আমি স্যার দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকল শ্রেণীর পেশাজীবী মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে