১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ মতলবে বিরাট গরু ছাগলের হাটের শুভ উদ্বোধন

সংবাদ সম্মেলনের প্রতিবাদ

 মনিরুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

আমতলী উপজেলা বিএনপি নেতার নেতৃত্বে রাতের আধারে ধান কাটা শিরোনামে যে অভিযোগ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, প্রফেসার আবদস ছত্তার হাওলাদর ও ডালিম হাওলাদারসহ যাদেরকে আসামি করা হয়েছে সকলে নির্দোষ।

ডালিম হাওলাদার বলেন, রাজ্জাক হাং নসু হাং, পাশা হাং, বাবুল হাং, মিলন হাং, এরা দস্য প্রকৃতির লোক, রাজ্জাক গংরা গায়ের জোরে এলাকায় মারামারি করে থাকে এমন তথ্য আছে, ডালিম হাওলাদার আর রাজ্জাক গংদের বাড়ি পাশাপাশি হওয়াতে ঈশ্বর্নিত হয়ে মিথ্যে অভিযোগ তুলে বিগত দিনে অনেক মামলা হামলা করেছে,আমতলী উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, ভদ্র ও জনপ্রিয় লোক, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে, বিএনপি নেতা তুহিন মৃধা আর ডালিম হাওলাদার মামাতো ফুফাতো ভাই, রাজ্জাক গংরা বর্ষায় জমি আবাদের সময় মারপিট করেছে, তখন আমতলী থানায় তুহিন মৃধা’র নেতৃত্বে মিমাংসা হয়, হয়তো রাজ্জাক গংরা খুশি হতে না পেরে আবারও হুর হাঙ্গামা শুরু করেছে।

ডালিম হাওলাদারের অভিযোগ রাজ্জাক গংরা আমার পৈত্রিক সম্পত্তির ধান কেটে নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা এবং সংবাদ সম্মেলন করে, আমি এই মিথ্যা মামলা প্রতাহারসহ সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বশেষ
ওপরে