চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিবিসি সংবাদ এর সাংবাদিক ও জেলার বিশিষ্ট সার্ভেয়ার মোঃ জয়নাল আবেদীন জয় হালদার ( ৫৭) এর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ জুন বাদ জুমা নামাজ শেষে উপজেলার খাদেগাঁও ইউনিয়নের তাঁহার নিজ বাড়ির প্রাঙ্গনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসল্লী, সাংবাদিক, তার নিকটতম আত্মীয় ও হিতাকাঙ্খী স্বজন উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন দক্ষিণ নারায়ণপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম ও মুফতি মাওলানা মোহাম্মদ মাসুদ প্রধান। গত মঙ্গলবার ১১ জুন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী থেকে গেছেন। তাহার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস নসিবে সকলের দোয়ার আবেদন।
এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সাংবাদিক কাজী নজরুল ইসলাম ও জেলা যুবলীগের সম্মানিত সদস্য ও বিশিষ্ট সমাজসেবক বাবু বাদল নন্দী সহ তার পরিবারের গুণগ্রাহী।