বিভিন্ন মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি জানান, সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তাকে পুলিশ আদালতে তুলতে পারে। অন্যান্য নেতাদের ধারাবাহিকতায় তারও রিমান্ড আবেদন করা হবে।
জানা গেছে, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। এর আগেও তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী) ছিলেন।
তিনি পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪) সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো পরাজিত হন।
মঞ্জু জাতীয় পার্টির এক অংশের নেতা, যা জেপি নামে পরিচিত।
তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরে গঠিত ৭৬ সদস্যবিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন মঞ্জু।
পরে ১৯৯৬-২০০১ সময়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেন তিনি। সে সময় বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান আনোয়ার হোসেন মঞ্জু।
২০০৮ সাল থেকে তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা। শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রী ছিলেন তিনি।