সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে ধানের শীষের প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। ভোট প্রদানে বাধা প্রদান, কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে না দেয়া এবং ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগে বেলা সাড়ে ১২টার পর থেকে দেড়টার মধ্যে প্রার্থীরা এ সিদ্ধান্ত নেন।
প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা, সিরাজগঞ্জ-২ আসনে সাবেক এমপি রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৫ আসনে সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম খান আলিম।