জানি হয়তো রবে নিরবে
হয়তো মুখ ফিরিয়ে
অচেনা এক অভিমানে হালকা দূরত্বে…
তবুও আমি তোমার অপেক্ষায়
তোমার পানেই চেয়ে!!!
শালিক বলতে গো শালিক, ঝুঁটি শালিক, ভাত বা ভাট শালিক সবাই আসে কার্নিশের খাবার …. সঙ্গে এদিক- ওদিকে ওড়াউড়ি, ডাকাডাকি করছে অতগুলো হবে।
বিলজুড়ে শারিপা, গো-শালিক, শালিক, চড়ই, পানকৌড়ি, বকসহ অতিথি পাখিদের ওড়াউড়ি, কিচির মিচির শব্দ শোনা গেলো।
শালিক যুগলের ছবিটি বরগুনার খাকদোনের তীর থেকে তোলা।
আতিক রহমান
ফ্রিল্যান্স ফটোগ্রাফার
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’