বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শূণ্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক সহ জনবল নিয়োগ,আসবাবপত্র, ২৫০ রুগীর খাদ্য বরাদ্দ এবং আগামী জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে আজ বৃহস্পতিবার বরগুনা জেনারেল হাসপাতাল চত্তরে মানববন্ধন ও সমাবেশ করেছে, বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বরগুনার ১ শ’ শয্যার হাসপাতাল ২৫০ শয্যায় উন্নতি করা লক্ষ্য ৭তলা ভবন নির্মান করা হয়।২০২১ সালে ভবনটি হস্তান্তর হলেও, আসবাবপত্র, ২৫০ রুগীর খাদ্য, ঔষধ বরাদ্দ দেয়া হয়নি, কোন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই, নেই পরিচ্ছন্ন কর্মী, নৈশ প্রহরী সহ শূন্য পদের কোন জনবল নেই।
সমাবেশ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকপত্র পেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, উপ-পরিচালক জেনারেল হাসপাতাল ডাঃ সোহরাব উদ্দীন খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাসকিয়া, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি, জাফর হাওলাদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক, হোসনেয়ারা হাসি, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সাবু, স্বাস্থ্য অধিকার যুব ফোরাম আহবায়ক মালেক মিঠু প্রমূখ।