“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ স্লোগান নিয়ে সিলেটে খাদ্য বান্ধব কর্মসূচীর অধীনে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর ২০১৯ দুপুরে সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের লামাকাজী পূর্বপারে দরিদ্রদের মাঝে এ চাল তিরণের উদ্বোধন ও পরিদর্শন করেন সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহনুর।
এসময় মোহাম্মদ শাহনুর বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন করতে ১০ টাকা ধরে দারিদ্র পরিবারকে চাল পৌছে দিতে এক কার্যক্রম হাতে নেন সরকার।
তিনি বলেন, বাংলাদেশে কোন মানুষ ক্ষুধার্ত থাকবে না। কোন মানুষ না খেয়ে মারা যাবেনা। প্রত্যেকটি মানুষ স্বচ্ছলভাবে সুখে শান্তিতে তাদের জীবন যাত্রা চালাতে পারবেন। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন একমাত্র লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধুর এটাই স্বপ্ন ছিল। সে স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ নেতা ও লালারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আছন মিয়া, ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম, ৩নং ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান, ৭নং মোগলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা মেম্বার আসমা বেগম, ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা মেম্বার চম্পা বেগম, ব্যবসায়ী আমির আলী, জয়নাল আবেদিন, মোহাম্মদ আলী আওয়ামীলীগ নেতা হাজী নুর আহমদ তালুকদার, খাদ্যবান্ধব ডিলার ও মেসার্স জুনেদ এন্টাপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ প্রমুখ।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’