তরিকুল ইসলাম রতনঃ বরগুনায় ঐতিহাসিক ৭ই মার্চ ভাষন দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাক্ষ ডা.আবুল কালাম আজাদ ও সকল চিকিৎসকদের উদ্দ্যেগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (৭ই মার্চ) সকাল ১০ টার সময় বরগুনা হোমিওপ্যাথিক কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা হোমিওপ্যাথিক কলেজের অধ্যাক্ষ ডা.আবুল কালাম আজাদ।
এসময়ে তিনি বলেন, এই দিনটি এক ঐতিহাসিক দিন। তাই আমি ও আমাদের চিকিৎসকগন এই দিনটিকে স্বরনীয় করে রাখার জন্যে রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্যে একটি ক্যাম্পের ব্যাবস্থা করি এবং চিকিৎসা দেই।
এই দিনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জাতীয় ভাষনে মূখরিত হয়েছিলো সাড়াদেশ। তার এ ভাষনকে কেন্দ্র করেই ঐতিহাসিক ৭ই মার্চ ভাষন দিবস হিসেবে পরিচিত হয়েছিলো।
বরগুনা হোমিওপ্যাথিক কলেজের সকল চিকিৎসকগ, জেলার অধিকাংশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।