একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বিপুল ভোটের ব্যবধানে ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রবিবার (৩০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
শেখ সেলিম নৌকা প্রতীকে ২ লাখ ৯১ হাজার ৯০৯ ভোট পেয়েছেন। তিনি এবার নিয়ে মোট ৮বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন।
অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ২৮৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ৬০৮ ভোট।