২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নি’হত

  সমকালনিউজ২৪

বগুড়া প্রতিনিধিঃ

কর্মস্থল থেকে ট্রাকযোগে বাড়ী ফেরার পথে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে চার শ্রমিক সর্বস্ব হারিয়েছে।

৮এপ্রিল বুধবার সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির ঢাকা রোড নামক স্থানে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি (৪১) মৃ’ত্যু হয়। পরে অসুস্থ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় একজন বলেন, গত মঙ্গলবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকে অচেনা এক ব্যক্তিসহ তারা চার শ্রমিক বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তামধ্যে সিরাজগঞ্জের পাপিয়া হোটেলে রাতের খাওয়ার পর অচেনা ওই ব্যক্তি তাদের চার জন শ্রমিককে সেভেন আপ খাওয়ান। এরপর তারা ট্রাকে ওঠার পর ক্রমে অচেতন হতে থাকে। তারপর তাদের কাছ থাকা চারটি মোবাইল ফোন, ১০হাজার টাকা হাতিয়ে নিয়ে তাদের আদমদীঘির ঢাকা রোড নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। পরের দিন বুধবার সকালে রাস্তার পাশে অচেতন অবস্থায় চার শ্রমিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় অজ্ঞাত এক ব্যক্তির মৃ’ত্যু হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন । এ প্রতিবেদক-কে বলেন, চিকিৎসাধীন অবস্থায় নি’হত অজ্ঞাত ব্যক্তির লা’শ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় মা’মলার প্রস্তুতি চলছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বগুড়া বিভাগের সর্বশেষ
ওপরে