২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

অবশেষে তিন দিন পর ভারতীয় সীমান্তে নি’হত দুইজন বাংলাদেশীর মৃ’তদেহ ফেরত দিলো বিএসএফ

  সমকালনিউজ২৪

নাজমুল হক নাহিদ, নওগাঁ ::

নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোঁড়া গুলিতে নি’হত তিন বাংলাদেশী গরু ব্যবসায়ীর দুইজনের লা’শ অবশেষে তিন দিন পর ফেরত দিলো বিএসএফ। শনিবার সন্ধ্যায় নি’হত দুইজন গরূ ব্যবসায়ীর মৃ’তদেহ বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফরা।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তিন গরু ব্যবসায়ীকে গু’লি করে হ’ত্যা করে। হ’ত্যার ৩দিন পর বিএসএফরা কামাল হোসেন ও রনজিতের লা’শ ফেরত দিলো। এ নিয়ে ঘটনার দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুয়ারপাল সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

নি’হতরা হলেন পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৫), কাঁটাপুকুরের মৃত- জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২) এবং বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রনজিত কুমার (২৫)।

বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জানুয়ারী) রাতে মফিজুল ইসলাম, কামাল হোসেন ও রনজিত কুমার সহ ১০-১২ জনের একটি দল পোরশা দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে গরু নিতে প্রবেশ করে। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোর রাতে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গু’লি ছোড়েন।

এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও তিন গরু ব্যবসায়ী গু’লিবিদ্ধ হয়। এতে গরু ব্যবসায়ী মফিজুল ইসলাম গু’লিবিদ্ধ হয়ে বাংলাদেশের ২০০গজ অভ্যন্তরে তার লা’শ পড়ে ছিল। আর গরু ব্যবসায়ী রনজিত কুমার ও কামাল হোসেনের লা’শ ভারতের ৮০০গজ অভ্যন্তরে পড়ে ছিল। পরে দুপুর দেড়টার দিকে লা’শ দুটি বিএসএফের সদস্যরা নিয়ে যান।

১৬-বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার ৩দিন পর বিএসএফরা নি’হত দুইজন গরু ব্যবসায়ীর লা’শ ফেরত দিলে তা নি’হত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে করিডোর বন্ধ রাখা হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
নওগাঁ বিভাগের সর্বশেষ
নওগাঁ বিভাগের আলোচিত
ওপরে