২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

আওয়ামী লীগের আড়াই শ প্রার্থী চূড়ান্ত

  সমকালনিউজ২৪

020211Al-1

অনলাইন প্রতিবেদকঃ তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রায় আড়াই শ প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা প্রায় আড়াই শ প্রার্থী চূড়ান্ত করেছি। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভাগুলোর মধ্য দিয়ে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ৭১১ ইউপিতে আমরা প্রার্থী চূড়ান্ত করব।’

দলীয় সূত্রগুলো জানায়, বৈঠকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পেছানোর প্রসঙ্গেও কথা হয়েছে। এ বিষয়ে ১৯ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সভাতেই সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে দলের কোনো নেতাকর্মী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

গতকাল সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ইউপি নির্বাচনের সকল বিদ্রোহীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে যাঁরা দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানাই। আমরা আশা করছি আজকের পর আর কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না।’

প্রসঙ্গত, ছয় ধাপে অনুষ্ঠেয় এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। এ দিন ৭১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজনীতি বিভাগের সর্বশেষ
ওপরে