১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

আক্কেলপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

 নিশাত আনজুমান,জয়পুরহাট প্রতিনিধি // সমকালনিউজ২৪

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। বিয়ে করতে আসা বর শ্রীঘরে।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পৌর সদরের কেশবপুর দেওয়ানপাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহের প্রস্তুতি চলছে। এমন সংবাদের ভিত্তিতে হঠাৎ উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান।

এ সময় ইউএনও মেয়ের পরিবারের লোকজনদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করেন। পরে বিয়ে করতে আসা বর পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর গন্ধর্বপুর গ্রামের লয়েজ উদ্দিনের পুত্র এরশাদ আলী (২১) কে কারাদ’ন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন, ‘বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও বাল্য বিবাহ সামাজিক ব্যাধি। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে’।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে