২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
কোম্পানীগঞ্জে মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে... পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬... ঢাকায় আটক হলেন যশোর আওয়ামী লীগ নেতা শাহারুল চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত চাঁদপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ যুবক-যুবতী আটক

আক্কেলপুরে স্কুল সহপাটির মারপিটে এক ছাত্র হাসপাতালে

  সমকাল নিউজ ২৪

মেজবা উদ্দিন,আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির এক ছাত্রকে মারপিট করে গুরুতর আহত করেছে সহপাটি। আহত শিশুটি বাকরুদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার উপজেলার গাপিনাথপুর ইউনিয়নের কাশিড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মহিতুর (যোগিভিটা) গ্রামের আলাল হোসেন এর ছেলে সজীব হাসান (১৪) বুধবার স্কুলে যান। এক সময় ওই স্কুলের উশৃঙ্খল শিক্ষার্থী কাশিড়া বাজারের প্রবাসি মাইল এর ছেলে নাহিদ (১৪) এর সাথে বাক বিতন্ডা হয়। এ ঘটনার কিছু পর স্কুলের কক্ষ থেকে বেড় হবার সময় পুর্ব পরিকল্পিত ভাবে লাঠি দিয়ে মাথা সহ সারা শরীরে উপর্যুপরি আঘাত করে ওই উশৃংখল ছাত্র। এ সময় শিশুটি অজ্ঞান হয়ে পাটিতে পড়লে সে সটকে পড়ে। অন্য শিক্ষার্থীরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে অবহিত করলে তিনি সেই অবস্থায় আহত ছাত্রকে স্থানীয় এক পল্লি চিকিৎসকে দেখান। কিছু পর ছেলেটির জ্ঞান ফিরে আসলেও সে মুখে কোন কথা বলতে পারে না। এ অবস্থায় স্কুলের প্রধান শিক্ষক একটি ভ্যানে করে তার বাড়িতে একাকি পাঠিয়ে দেন। শিশুটি বাড়িতে গিয়ে আবার অজ্ঞান হয়ে পড়লে তার পিতা মাতার ক্রন্দনে গ্রামের ওই স্কুলের শিক্ষার্থীরা স্কুলে ঘটে যাওয়া বর্ননা শোনেন। মাথার আঘাতে শিশুটি কোন কথাবার্তা বলতে না পারায় সন্ধ্যায় উপজেলা হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহামানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত শিশুটির অনেক পুর্ব থেকে মাথা খারাপ ও তার ওপর (শিশুটির) জ্বীনের দৃষ্টি পড়ায় শিশুটি এমন করছে। তিনি আরো বলেন স্কুলের ঘটনাটি আমি মিমাংশা করে দেয়ার ব্যবস্থা করব।

শিশুটির পিতা আলাল হোসেন ও স্বজনরা প্রধান শিক্ষকের ওই কথাকে বিভ্রান্তমুলক ও অপপ্রচার এবং সৃষ্ট ঘটনায় তার ভুমিকা ও করণীয় নিয়ে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম শিশুটির সু-চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আলাদা ব্যবস্থা ও ঘটনাটি তদন্তের জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলীকে দায়িত্ব দিয়েছেন।

আহত শিশুটিকে হাসপাতালে ভর্তির বিষয় কর্তব্যরত চিকিৎসক ডাঃ সারমিন আকতার নিশ্চিত করেছেন।

শিশুটি শারিরিক ভাবে স্বাভাবিক না হওয়ায় বৃহস্পতিবার তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছেন। প্রভাবশালীদের চাপে ওই ছাত্রের পিতা মাতা ও স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে