২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি... বৃষ্টির জন্য মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা বরগুনায় পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেফতার-১ চাঁদপুরে ভূয়া কাবিননামা তৈরী, কাজী ও তার সহযোগী

আখাউড়ায় দ্বিতীয় দিনেও রোজা রেখে দরিদ্র কৃষকের ধান কাটছেন যুবলীগ নেতাকর্মীরা

  সমকালনিউজ২৪

মোঃ দ্বীন ইসলাম খাঁন,আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ::

আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনহর গ্রামের দরিদ্র কৃষক মোঃ ফজলুল হক ও খায়ের মিয়ার মোট ৬০ শতক জমির ধান কেটে দিয়েছে আখাউড়া উপজেলা যুবলীগ নেতাকর্মীরা।

সোমবার (৪-মে) সকালে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন ভূইয়ার নেতৃত্বে আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খান সহ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা সহ প্রায় ৩০জন ধান কাটার কাজে অংশ নেন।

এ বিষয়ে আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল বলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজলকে আমাদের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশ দিয়েছেন যুবলীগ নেতা-কর্মীরা এই অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে দিয়ে আসার জন্য। এই নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নিয়েছে।

আখাউড়া পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান বলেন, আজ দ্বিতীয় দিনেও দরিদ্র কৃষকের ধান কাটার কাজ চলমান আছে। এমন দরিদ্র কৃষক নজরে আসলে যুবলীগ নেতাকর্মীরা আরো কয়েক জনের ধান কেটে দিবে এবং আমাদের ধান কাটার কাজ চলমান থাকবে।

এসময় ধান কাটার কাজে অংশগ্রহন করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া, সাধারন সম্পাদক শাহনোয়াজ ভুইয়া, যুবলীগ নেতা জুয়েল রানা, যুবলীগ নেতা মোক্তার হোসেন ফয়সাল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম ফোরকান উদ্দিন ভুইয়া, সিরাজ মেম্বার, দুলাল মেম্বার, আমিনুল ইসলাম, সাদেকুল ইসলাম, জুয়েল ভূইয়া, মূছা ভূইয়া প্রমুখ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ব্রাহ্মনবাড়িয়া বিভাগের আলোচিত
ওপরে