১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

আগামীকাল বঙ্গবন্ধু শস্যচিত্রে প্রকল্পের ধান কাটার উদ্বোধন

  সমকালনিউজ২৪

জিএম মিজান,বগুড়া প্রতিনিধিঃ

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা এলাকায় ৪০একর, যা ১২০বিঘা কৃষি জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রকল্পের ধান কাটা উদ্বোধন আগামীকাল সোমবার।

উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।

অনুষ্ঠান পরিচালনা করবেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদে সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান।

জানা যায়, ১২০ বিঘা জমির ধান কাটার পরে সে ধানগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হবে এবং এর কিছু অংশ স্থানীয় কৃষক এবং এই প্রকল্প কাজের সঙ্গে জড়িত শ্রমিকদের দেয়া হবে। গত ২৯জানুয়ারি আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা ধান গাছের চারা রোপণের মধ্যে দিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন। শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতির আয়তন ১২লাখ ৯২হাজার বর্গফুট। দৈর্ঘ্য ৪০০ মিটার এবং প্রস্থ ৩০০ মিটার। এর আগে, ২০১৯ সালে চীনে তৈরি শস্য চিত্রটির আয়তন ছিলো ৮লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। ফলে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।

শেরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শস্যচিত্রের এই প্রকল্প জরিপ টিমের প্রধান সাবরিনা শারমিন এ সমকালনিউজ২৪’কে বলেন, আমার নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম পরিমাপের কাজ করেছেন। সার্ভে কাজ করছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম। তাকে সহযোগিতা করছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল আলম, চেইনম্যান উজ্জ্বলসহ অন্যান্যরা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বগুড়া বিভাগের সর্বশেষ
ওপরে