৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

আগামী মাস থেকে ভারতেও বিটিভি

 অনলাইন ডেস্ক সমকাল নিউজ ২৪

আগামী মাস থেকে ভারতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হবে। একইভাবে ভারতের দূরদর্শন চ্যানেলও দেখা যাবে বাংলাদেশ থেকে।

দূরদর্শন ফ্রি ডিশের মাধ্যমে দুই দেশের দর্শকরা চ্যানেল দুটি দেখতে পারবেন।

মঙ্গলবার দিল্লিতে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অমিত খেরের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।

বৈঠকে ড. গওহর রিজভী ছাড়াও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল উপস্থিতি ছিলেন। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার শ্যাম বেনেগল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্রের চিত্রনাট্যকার অতুল তিওয়াড়ি।

এসময় বাংলাদেশ-ভারত যৌথ সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্রের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে শক্তিশালী কমিউনিটি রেডিও নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে